মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
নিরাপদ সড়ক দাবি

শিক্ষার্থীদের কর্মসূচিতে বালু শ্রমিকদের হামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে গতকাল শিক্ষার্থীদের ওপর বালু শ্রমিকরা হামলা করেছে। এতে আন্দোলনকারী পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাতে পিকআপভ্যানে পিকনিক থেকে যাওয়ার পথে লরি ও ট্রাক চাপায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চার শিক্ষার্থী নিহত হয়। আন্দোলনকারীরা জানান, তারা বালু উত্তোলন বন্ধ করা নয়, তারা চায় নিরাপদ সড়ক। এই সড়কে বৈধভাবে লাইসেন্সধারী চালকরা গাড়ি চালাবে। এছাড়া প্রতিটি বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের দুই পাশে গতিরোধক স্থাপন, যানবাহনের গতিসীমা ঘণ্টায় ১০-১৫ কিলিামিটার রেখে চালানোসহ ১০ দফা দাবিতে তাদের আন্দোলন।

সর্বশেষ খবর