মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিশুদ্ধ পানির সুবিধা পাবে চার লাখ মানুষ

বাগমারায় বসছে সাবমারসিবল পাম্প

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় চার লাখ মানুষ পাবে বিশুদ্ধ পানির সুবিধা। গ্রামীণ জনগণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। প্রকল্প শেষ হলে বিশুদ্ধ পানির সুবিধা পাবে চার লাখ মানুষ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, বাগমারার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার জনগণের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। চলতি বছরের জুনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় বসবাসরত হতদরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি ব্যবহারের কাজ শেষ হবে। উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের প্রকৌশলী আল আমিন হোসেন জানান, সরকারি খরচে পাম্পগুলো বসানো হচ্ছে। পাম্প বসানো হলে উপজেলার প্রায় চার লাখ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে। স্থানীয় এমপি এনামুল হক বলেন, ‘বাগমারার দরিদ্র মানুষরা যাতে বিশুদ্ধ পানি পায়-সেজন্য সব ইউনিয়ন ও পৌরসভায় সাবমারসিবল পাম্প বসানো হচ্ছে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প।

 

 

সর্বশেষ খবর