বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

উজিরপুরে খাল দখল করে ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুরে খাল দখল করে ভবন নির্মাণ

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠি শকুন্তলা খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, যোগীরকান্দা গ্রামের পনির মোল্লা ও মনির মোল্লা শকুন্তলা খাল দখল করে ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় স্থানীয় আলতাফ সরদার বরিশাল জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে ধামুড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আহমেদ কবির রেজা ২২ ফেব্রুয়ারি ওই অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দেন। কিন্তু দখলকারীরা স্থাপনা না ভেঙে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। দখলের অভিযোগ অস্বীকার করে পনির মোল্লা ও মনির মোল্লা জানান, নিজেদের জমিতেই তারা স্থাপনা নির্মাণ করছেন। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বলেন, খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ওই ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর