বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাঁধ নির্মাণে অনিয়ম অনশনে চার কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনশন করেছেন চার কৃষক। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সকালে অনশনে বসেন তারা। চার কৃষক হলেন- মাঝেরগাঁও গ্রামের আবদুল জলিল, আবদুন নূর, আবদুর রউফ ও বড়বন্দ গ্রামের আবদুল জলিল। বিকাল ৪টায় আন্দোলনে সংহতি প্রকাশ করে স্থানীয় হাওর বাঁচাও আন্দোলনের সভাপতিসহ সংগঠনটির নেতারা শরবত পান করিয়ে তাদের অনশন ভাঙান। অনশনকারী কৃষকদের দাবি, নাইন্দার হাওরের এক হাজার ৩০০ হেক্টর জমির বোরো রক্ষার জন্য সরকার পৌনে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ১৭টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। কিন্তু ১২টি প্রকল্পে নামমাত্র কাজ করে বরাদ্দের টাকা লুটপাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম বন্যা হলে হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বজলুল মজিদ চৌধুরী বলেন, চার কৃষকের দাবির সঙ্গে আমাদের সংগঠন একমত।

আমরা চাই নাইন্দার হাওরসহ জেলার প্রতিটি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ যেন যথাযথ নিয়ম মেনে করা হয়। তিনি আরও বলেন, বাঁধ নির্মাণের ক্ষেত্রে যারা অনিয়ম-দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় কৃষকের ফসল রক্ষা করা সম্ভব নয়।

সর্বশেষ খবর