বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইউএনওর প্রত্যাহার চান এমপি

কুমিল্লা প্রতিনিধি

চব্বিশ ঘণ্টার মধ্যে হোমনা ইউএনওর প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সেলিমা আহমাদ মেরী এমপি। গতকাল কুমিল্লার হোমনা সদরে তার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।  তিনি অভিযোগ করেন, হকার্স লীগ সভাপতি মো. মমিন গত রবিবার রাতে সদর বাসস্ট্যান্ড এলাকায় মুজিব শতবর্ষের একটি ব্যানার টাঙাতে গেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িচালক মো. শাহজালালের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে। এ ব্যাপারে মমিন ইউএনওর কাছে অভিযোগ করলে তার কোনো ব্যবস্থা নেননি।  ইউএনও তপ্তি চাকমা বলেন, হকার্স লীগ সভাপতি মমিন একটি অভিযোগ করেন যে, মুজিববর্ষের ব্যানার লাগাতে গিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ড্রাইভার শাহজালালের দ্বারা বাধাপ্রাপ্ত হন।

অভিযোগটি পেয়ে তাকে (শাহজালাল) ডেকে আনি। দুই পক্ষের কথা শোনার সময় তারা উচ্চৈঃস্বরে কথা বলেন। তখন তাদের নিবৃত্ত করতে উভয়কে সাজা দেওয়ার ভয় দেখাই। সঙ্গে সঙ্গে শাহজালাল ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মমিনের কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরে। এতে উভয়েই সন্তুষ্ট হয়ে আমার অফিস থেকে বের হয়ে যায়। কিন্তু পরে আবার কী হলো, বুঝতে পারছি না।

সর্বশেষ খবর