বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ আহত ২০

ঠাকুরগাঁও প্রতিনিধি

আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ আহত ২০

ঠাকুরগাঁওয়ে নেতা-কর্মীদের হাতাহাতি

ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গতকাল দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে বেশকিছু চেয়ার। স্থানীয়রা জানান, বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলন শুরু হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে নেতারা সভায় সভাপতি পদে প্রার্থীদের নাম চাইলে সম্মেলনে উপস্থিতরা পাঁচজনের নাম দেন। পরে সাধারণ সম্পাদকের নাম চাওয়া হয়। শুরুতেই মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগের নাম আসে। পরে অন্যান্য প্রস্তাবকারীরা সাধারণ সম্পাদকের নাম দিতে চাইলে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ধুনটে আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলা : বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর শ্রমিকলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। ধুনট-সোনামুখী সড়কের জিরো পয়েন্ট এলাকায় সোমবার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও সদস্য সেলিম রেজা। স্থানীয় সূত্র জানায়, ধুনট পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খান সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম রেজাকে পিটিয়ে আহত করে। এ ঘটনার জেরে সেলিমের পক্ষের লোকজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা কার্যালয়ের ভেতর থাকা শরিফুল ইসলামকে পিটিয়ে আহত করে।

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি  করা হয়েছে। এ ঘটনায় ধুনট শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ধুনট থানার ওসি জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে পৌর শ্রমিকলীগ নেতা ইজুল খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর