বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার আসামি ওই পুলিশ সদস্যসহ অন্যদের গ্রেফতার দাবিতে গতকাল পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পূর্ব সুখান পুখুরী গ্রামের নূর ছালামের মেয়ে সাবিনা ইয়াসমিন ছন্দার সঙ্গে পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবর ভাঙ্গা গ্রামের আলতাফুর রহমানের ছেলে পুলিশ সদস্য ওমর ফারুকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর যৌতুক দাবি করে ওই পুলিশ সদস্য। এরই মধ্যে ওমর ফারুক পরকীয়ায় জড়ায়। পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়। গত ১৭ জানুয়ারি ওমর ফারুক মারপিট করে ছন্দাকে। এতে গুরুতর আহত হলে ওই পুলিশ সদস্য ও পরিবারের সদস্যরা তাকে কীটনাশক খাইয়ে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করে। ১৮ জানুয়ারি রাতে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার সময় মারা যান ছন্দা। মানববন্ধনে ছন্দার বাবা-মা বলেন- হত্যা মামলার দেড় মাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওমর ফারুক সাময়িক বরখাস্ত এবং পলাতক। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর