বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ব্রিজ ভেঙে খালে

লক্ষ্মীপুর প্রতিনিধি

ব্রিজ ভেঙে খালে

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ওপর নির্মিত পুরনো একটি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে পাঁচ গ্রামের সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, সদর উপজেলার হাজিরপাড়া থেকে জনতা কলেজ সড়কের নুরুল্লাপুর ওয়াপদা খালের ওপর নির্মিত ওই ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। গত শুক্রবার হঠাৎ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলা দুজন দৌড়ে জীবন বাঁচান। স্থানীয়রা জানান, রাজাপুর, খাগুড়িয়া, দিঘলী, দক্ষিণ নুরুল্লাপুর, সাঙ্কি ভাঙ্গা গ্রামের বাসিন্দারা জেলা শহরে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে এই ব্রিজটি ব্যবহার করে আসছিলেন। এছাড়া ব্রিজটি দিয়ে জনতা ডিগ্রি কলেজ, নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্লাপুর উচ্চ বিদ্যালয় ও খাগুড়িয়া মাদ্রাসাসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ব্রিজটি ভেঙে যাওয়ায় শিক্ষাকার্যক্রমও ব্যাহত হচ্ছে।  লক্ষ্মীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমদ জানান, ওই স্থানে বিকল্প সেতু নির্মাণসহ প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর