বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

৯ দিন ধরে বন্ধ তথ্য কেন্দ্র ও গ্রাম আদালত

নোয়াখালী প্রতিনিধি

৯ দিন ধরে বন্ধ তথ্য কেন্দ্র ও গ্রাম আদালত

ইউপি কার্যালয় ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা

নোয়াখালীর হাতিয়ার বয়ারচর ইউনিয়নের প্রশাসনিক কার্যালয়ে তালা দিয়েছে সন্ত্রাসীরা। ফলে ৯ দিন ধরে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র ও গ্রাম আদালত বন্ধ রয়েছে। নাগরিক সেবাবঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এ ঘটনায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি হরণী ইউনিয়ন ছাত্রলীগের আজিম ও ইব্রাহীমের নেতৃত্বে সন্ত্রাসীরা ইউপি কার্যালয়ে হামলা ও তালা লাগিয়ে দেয়। বিষয়টি হাতিয়া সহকারী কমিশনারকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেননি। এ ছাড়া হামলাকারীরা প্রশাসককে অপসারণের দাবিতে ইউপি সদস্যদের কাছ থেকে স্বাক্ষর আদায় করেছেন বলে অভিযোগ তোলেন। হাতিয়ার ইউএনও রেজাউল করিম জানান, বিষয়টির তদন্ত চলছে। জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্যরা প্রশাসকের অনিয়মের অভিযোগে দরখাস্ত দিয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর