বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

নদী তীরের মাটি যাচ্ছে ভাটায়, ভাঙছে সড়ক

নাটোর প্রতিনিধি

নদী তীরের মাটি যাচ্ছে ভাটায়, ভাঙছে সড়ক

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন নদী থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। একের পর এক মাটিবোঝাই গাড়ি চলার কারণে নষ্ট হচ্ছে আশপাশের সড়ক। সরেজমিনে উপজেলার বরাল নদীর তীরে গিয়ে দেখা যায়, দিনমজুরা কোদাল দিয়ে নদীর মাটি কেটে ট্রলিতে ভর্তি করে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে বিক্রি করছে। গাড়ি থেকে কাদামাটি রাস্তায় পড়ে কর্দমাক্ত হয়ে এবং ভারী যান চলাচলের কারণে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন গত শুক্রবার অভিযান পরিচালনা করেন। তারপরও থেমে নেই নদী খনন। বরাল নদীর পাড় ঘেঁষে রয়েছে একটি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বসতবাড়ি। বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে ট্রলিতে করে চলছে নদী থেকে তোলা মাটিবহন। ফলে শিক্ষার্থীদের চলাচল ও রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, ‘আমি এই অবৈধভাবে নদী খনন বন্ধের জন্য নিষেধ করেছি। এরপরও তারা কাজ চালিয়ে যাচ্ছে।’ ইউএনও তমাল হোসেন বলেন, ‘এর আগে তাদের কাজ বন্ধের জন্য বলা হয়েছিল। অবৈধভাবে নদী খনন করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর