বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

নওগাঁয় পুঁজি ৭৮ কোটি টাকা

আমার বাড়ি আমার খামার প্রকল্প

নওগাঁ প্রতিনিধি

‘আমার বাড়ি আমার খামার প্রকল্পে’র আওতায় নওগাঁ জেলায় এক হাজার ৬৪৯টি সমিতি গঠিত হয়েছে। এসব সমিতির সদস্য সংখ্যা ৬৭ হাজার ৬৭৫ জন। প্রকল্পে সদস্যদের মোট সঞ্চিত অর্থের পরিমাণ ২২ কোটি ১২ লাখ ১২ হাজার টাকা। এই সঞ্চয়ের সঙ্গে সরকার যোগ করেছে ৫৪ কোটি ২১ লাখ ১৯ হাজার। সব মিলিয়ে জেলায় এই প্রকল্পে পুঁজির পরিমাণ ৭৭ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা। আমার বাড়ি আমার খামার প্রকল্পের নওগাঁর সমন্বয়কারী পল্লব কুমার গতকাল এ তথ্য জানান। জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর