শিরোনাম
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

মশায় নাকাল নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মশায় নাকাল নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ নগরীতে বেড়েছে মশার উপদ্রব। রাতে নয়, দিনেও মশা থেকে বাঁচতে ঘরে জ¦ালানো হচ্ছে কয়েল। ব্যবহার করা হচ্ছে স্প্রে। স্থানীয়দের অভিযোগ, নগরী এবং আশপাশের এলাকায় ড্রেন, ডোবা, জলাশয় থাকার কারণে মশা অস্বাভাবিক হারে বেড়েছে। নাসিকের প্রতিটি ওয়ার্ডে ময়লার অস্থায়ী ডাম্পিং স্পটকেও মশার উপদ্রবের জন্য দায়ী করেছেন তারা। অনেকে লিফলেট লিখে ফেসবুকে পোস্ট করে মশা থেকে বাঁচতে নাসিকের কাছে আকুতি জানিয়েছেন।

১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরু মিয়া জানান, মশার অত্যাচারে মুসল্লিরা অতিষ্ঠ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম জানান, ১ মার্চ থেকে সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে সকাল-বিকাল মশার ওষুধ ছিটানো ও মশা নিধনের জন্য পাঁচজন করে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিটি করপোরেশনে সভা করে প্রত্যেক ওয়ার্ডের সচিব ও কাউন্সিলরের মোবাইল নম্বর বিভিন্ন স্থানে সাটিয়ে দেওয়া হয়েছে। যাতে নাগরিকরা মশার উপদ্রবসহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

সর্বশেষ খবর