শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বণিক সমিতি কার্যালয়ে সন্ত্রাসী হামলা লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের মান্দারী বাজারের ইজারা নিয়ন্ত্রণ নিয়ে গতকাল স্থানীয় বণিক সমিতি কার্যালয়ে হামলা ও লুটপাট হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। জানা যায়, সদর উপজেলার হাটবাজার ইজারার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার। ইজারায় অংশ নিতে ফরম কিনেছিলেন স্থানীয় বণিক সমিতির সভাপতি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু। ওই ফরম নিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুবেল পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আবু তালেব তাকে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ তার। আওয়ামী লীগ নেতা ফরম দিতে রাজি না হওয়ায় রুবেল ও তালেবের নেতৃত্বে ১৫-২০ জন বণিক সমিতি কার্যালয়ে এসে হামলা চালান। এ সময় বণিক সমিতির সভাপতি শামছুদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ পাঁচ ব্যবসায়ীকে মারধর করে অফিসের চেয়ার, টেবিল ও কম্পিউটার ভাঙচুর করে তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত রুবেল পাটোয়ারী ও আবু তালেবের মোবাইলে বারবার ফোন করেও তাদের বক্তব্য জানা যায়নি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দল কোনো সন্ত্রাসী কর্মকান্ড ও অনিয়মের দায় নেবে না। যার যার অপরাধের দায়ভার তাকেই বহন করতে হবে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর