শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায় হাম-রুবেলা

টিকা দিলে সুরক্ষা

দিনাজপুর প্রতিনিধি

হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায় হাম-রুবেলা

হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। একজন আক্রান্ত রোগীর হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। তবে শিশুদের মধ্যেই হাম রুবেলার প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশি দেখা যায়। হাম রুবেলা রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে সঠিক সময় শিশুকে হাম রুবেলা টিকা দিয়ে সুরক্ষিত করা। আগামী ১৮ মার্চ থেকে ১১ মার্চ এই ক্যাম্পেইন চলবে।  গতকাল দিনাজপুর জেনারেল হাপসাতালের

অডিটরিয়ামে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের জেলা অ্যাডভোকেসি মিটিংয়ে সভাপতির বক্তৃতায় জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব কথা বলেন। আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল আলম, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, ডা. আহাদ আলী।

প্রজেক্টর দিয়ে উপস্থাপনা করেন ডা. পল্লব চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর