শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে শাখা ছাত্রদলের প্রচার সম্পদক মেহেদী হাসান বলেন, অগণতান্ত্রিকভাবে নির্বাচিত এ সরকার জনগণের আস্থা হারিয়েছে অনেক আগেই। সরকারের দায়িত্বহীন আচরণে বাধাগ্রস্ত হচ্ছে জীবনমানের উন্নয়ন। জনভোগান্তির কথা চিন্তা না করে সরকার বারবার বিদ্যুৎ ও পানির দাম বাড়াচ্ছে। এছাড়া মানববন্ধন থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মীর খালিদ, সুলতান আহমেদ রাহি, সামসুদ্দিন চৌধুরী সানিন, রাশেদ আলী, রাজু আহমেদ মামুন, শফিকুল ইসলাম, মাহমুদুল মিঠু, বুলবুল রহমান প্রমুখ।

সর্বশেষ খবর