শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ছাত্রলীগের সাত নেতা কর্মীর নামে মামলা

মাগুরায় অপহরণ ও চাঁদাবাজি

মাগুরা প্রতিনিধি

অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিশির সাহা, প্রচার সম্পাদক জিবলু মোল্যা, বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাচ্চুসহ সাত ছাত্রলীগ নেতা-কর্মীর নামে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেছেন মহম্মদপুর উপজেলার চর পাতুড়িয়া গ্রামের ইমদাদুল হক। বাদীর অভিযোগ, বালিদিয়া গ্রামের সাজ্জাদুর রহমান সাচ্চু নামে এক ব্যক্তি শিশির, জিবলু, আমিন, নয়ন ও টুটুলকে নিয়ে মাগুরা শহরের ভায়না মোড় থেকে দরিমাগুরা এলাকায় একটি সমিলে নিয়ে যায়। ইমদাদুল হকের সঙ্গে ছিলেন তার বাবা বাদশা মিয়া ও ছোটভাই আজিজুল ইসলাম। অপহরণকারীরা তাদের কাছে থাকা নগদ অর্থ কেড়ে নেয়। মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিকাশ নম্বরে দুই লাখ টাকা পাঠানোর দাবি করে। ইমাদদুল বিষয়টি তার স্ত্রী ফাতেমাকে জানান। তিনি বিষয়টি পুলিশকে জানালে ইমদাদুল হক, তার বাবা ও ছোটভাইকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সাচ্চু ও আমিন নামে দুজনকে আটক করে। ইমদাদুল জানান, অপহরণ ও চাঁদাবাজির নেতৃত্ব দেয় সাচ্চু। সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান,  বিষয়টি শুনেছি। এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, ‘গতকালের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ যেখান থেকে অপহৃতদের উদ্ধার করে সে এলাকায় তাদের পাওয়া যায়নি।’ অতীতে তাদের নামে এ ধরনের কোনো অভিযোগ নেই।

সর্বশেষ খবর