রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

চিকিৎসকের ১৮ পদ খালি খাবার পানির তীব্র সংকট

চাঁদপুর জেনারেল হাসপাতাল

চাঁদপুর প্রতিনিধি

চিকিৎসকের ১৮ পদ খালি খাবার পানির তীব্র সংকট

চাঁদপুরের আট উপজেলা এবং পার্শ্ববর্তী শরীয়তপুর, লক্ষ্মীপুর জেলার মানুষ চিকিৎসাসেবার জন্য আসেন চাঁদপুর জেনারেল হাসপাতালে। স্থান সংকুলান না হওয়ায় ৫০ থেকে হাসপাতালটি পরবর্তীতে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়লেও চিকিৎসক সংকটের কারণে সঠিক সেবা পাচ্ছে না রোগীরা। রয়েছে খাবার পানির তীব্র সংকট। জানা যায়, হাসপাতালের ৪৪ জন চিকিৎসকের মধ্যে গুরুত্বপূর্ণ ১৮টি পদই খালি। এর মধ্যে রয়েছে চক্ষু, গাইনি, অ্যানেসথেসিস্ট, অর্থো-সাজারি, প্যাথলজি, রেডিওলজি ও ডেন্টাল। এ ছাড়া সেবা তত্ত্বাবধায়ক একটি, উপ-সেবা তত্ত্বাবধায়ক একটি, নার্সিং সুপার একটি, সিনিয়র স্টাফ নার্স ১২টি, স্টাফ নার্স ৫টি ও সহকারী নাসের্র একটি পদ ফাঁকা। শূন্য রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১টি পদ। ডিজিটাল এক্স-রে মেশিনটিও নষ্ট। ডাক্তার মাহমুদুন্নবী মাসুম জানান, চিকিৎসক সংকটে সদর হাসপাতালে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে সিনিয়র কনসালটেন্ট, জুনিয়ার কনসালটেন্ট ও সহকারী রেজিস্ট্রার সংকটে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে বিশুদ্ধ পানির অভাব হাসপাতালটির বড় সমস্যা। খাবার পানি সংকটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালে অগভীর নলকূপের পানি থাকলেও অতিরিক্ত আয়রনের কারণে তা ব্যবহার অনুপযোগী। হাসপাতালের পাশের ব্যবসায়ী লিটন জানান, রোগীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায় অনেকে তাদের দোকানে গিয়ে পানি সংগ্রহ করেন। কেউ হাসপাতালের সামনে কালেক্টরেট মসজিদের অজুখানা, কেউ পার্শ্ববর্তী ডাকাতিয়া নদী কিংবা পৌর পাঠাগার ও রোটারি ভবন থেকে পানি সংগ্রহ করে চাহিদা মেটাচ্ছেন। রোগীদের অভিযোগ, হাসপাতালে যে পানি সরবরাহ করা হয় তা খাওয়া-তো দূরে থাক ব্যবহারও করা যায় না। তাছাড়া হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র মতো সব ওষুধ দিতে পারে না। অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হয়। তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম বলেন, ‘চিকিৎসক ও পানি সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বাড়বে। তবে পানির সংকট নিয়েই রোগীদের বেশি সমস্যা হচ্ছে। ওষুধের সংকট তেমন একটা নেই।’

সর্বশেষ খবর