রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

১৪ মাসে ২৫৩ ধর্ষণ

নেত্রকোনা প্রতিনিধি

১৪ মাসে ২৫৩ ধর্ষণ

প্রতি বছর ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও বিচারহীনতা আর প্রভাবের ফলে প্রতিনিয়ত ধর্ষণ, হত্যা, নির্যাতন বেড়ে চলেছে। নেত্রকোনায় চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ধর্ষণের অভিযোগ আসে ৪৪টি। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতলের হিসাব মতে, গত ১৪ মাসে এ জেলায় ধর্ষণের ঘটনাই ঘটেছে ২৫৩টি।

হাসপাতালের ওসিসি বিভাগের (ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার) অফিসার এস এম এ সেলিম জানান, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২০৯টি এবং এ বছর দুই মাসে ৪৪টি ধর্ষণের লিখিত অভিযোগ পড়েছে জেলার ১০ উপজেলায়। ভিকটিমের মধ্যে শিশুই বেশি। এ সবের কারণ জানতে চাইলে তিনি বলেন, অভিভাবকদের অসচেতনতা, আশপাশের মানুষের হিংস্র মনোভাবের কারণে এমন ঘটনা ঘটেই চলছে। থানাগুলোর তথ্যমতে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই শুধু ১৫০টি ধর্ষণ, ২৩৭ নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় থানায় ৩ হাজার ৯৫টি মামলা হয়েছে। অন্যদিকে এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঘটেছে চাঞ্চল্যকর হত্যাসহ আলোচিত বেশকটি ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা। নেত্রকোনা জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও লিগ্যাল এইড আইনজীবী দিলুয়ারা বেগম বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ, যথাযথ চার্জশিট প্রদানে গড়িমসি, আইনের ফাকফোঁকরে আসামি বেরিয়ে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা বাড়ছে।

দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর