রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

আলতাদিঘি জাতীয় উদ্যানে ছাড়া হলো ২৯ ‘চখাচখি’

নওগাঁ প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চ ও মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর ধামইরহাটের আলতাদিঘি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হলো ২৯টি পরিযায়ী পাখি ‘চখাচখি’। গতকাল দুপুরে পাখিগুলো অবমুক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি শহীদুজ্জামান সরকার। এ সময় জিল্লুর রহমান, মেহেদিজ্জামান, আজাহার আলী, গণপতি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ধামইরহাট বনবিট কর্মকর্তা আবদুল মান্নান জানান, গত ২২ জানুয়ারি রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তারা পবা উপজেলার গহমাবোনা পদ্মার পাড়ে দুটি বস্তার ভিতর থেকে ২৯টি পাখি জব্দ করেন। এরপর থেকে পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। লাল ঠোঁট আর সাদা বুকে ফিতা পরা এই হাঁসের মাথা ও ঘাড়ে চকচকে সবুজ-কালোয় মেশানো মোহনীয় রং। পাখিগুলো দেখতে খয়েরি ও দেশি প্রজাতির হাঁসের মতো। মূলত এগুলো বাংলাদেশে শীতকালে বেশি আগমন ঘটে।

সর্বশেষ খবর