রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

আবর্জনার ভাগাড় সরানোর দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আবর্জনার ভাগাড় সরানোর দাবি শিক্ষার্থীদের

আবর্জনা সরানোর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের মূল ফটকের বিপরীতে পৌরসভার স্থায়ী আবর্জনার ভাগাড় (সাব ডাম্পিং স্টেশন) সরানোর দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। জেলা বগুড়া শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আবর্জনার ভাগাড় সরানোর জন্য বেশ কয়েকবার লিখিতভাবে পৌরসভার কাছে আবেদন করা হলেও কোনো ফল হয়নি।

 বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে আবর্জনার দুর্গন্ধে। দ্রুত পৌরসভার স্থায়ী আবর্জনার ভাগাড় সরানো না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে এবং শিক্ষার্থীরাও স্বাস্থ্যসমস্যায় ভূগবে। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম হোসেন জানান, পৌর মেয়রকে তিনি বিষয়টি অবহিত করেছেন।

সর্বশেষ খবর