রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিক্ষকের জমি দখল করে দলীয় কার্যালয়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষকের জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক পরিবারের কয়েকজন। এ সময় উত্তর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক জানান, গণমান পুরুড়া গ্রামে তাদের সাড়ে ৮২ শতাংশ জমি ২০১৮ সাল থেকে দখল করে রেখেছেন একই গ্রামের আবুল কাশেম, ইব্রাহিম খলিলুল্লাহ, জাকির হোসেন, তাইজ উদ্দিন, কফিল উদ্দিন। তারা দখলকৃত জমিতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করেন। কোনো কোনো সময় কার্যালয়টি ব্যবসার কাজেও ব্যবহার করা হয়। এ ব্যাপারে মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু দখল পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যে সম্প্রতি তারা নিজেরাই কার্যালয় ভাঙচুর করেন। পরে উল্টো শিক্ষক পরিবারের বিরুদ্ধেই আদালতে মামলা দেন। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, জমিটি পৈতৃকসূত্রে প্রাপ্ত হয়ে ৭৩ বছর ধরে তারা ভোগদখল করে আসছিলেন।

সর্বশেষ খবর