রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করেছিল

দিনাজপুর প্রতিনিধি

৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করেছিল

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন ৭ মার্চ উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত করেছিল। বঙ্গবন্ধুর সেই ভাষণ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর সেই স্বাধীনতার সংগ্রামের শপথ নিয়েই মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে। তাই এ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। হুইপ দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে একযোগে লাখো কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, মো. মতিয়ার রহমান,  ইমদাদ সরকার, মাগফুরুল হাসান আব্বাসী, রায়হান কবীর সোহাগ, খালেকুজ্জামান রাজু।

সর্বশেষ খবর