রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

ধর্ষণ-বাল্যবিয়েকে লাল কার্ড

কক্সবাজার প্রতিনিধি

ধর্ষণ-বাল্যবিয়েকে লাল কার্ড

বাল্যবিয়েকে লালকার্ড দেখাচ্ছে শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারে ৭০০ শিক্ষার্থী ধর্ষণ ও বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছে। কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী সভা হয়। পরে বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থী ধর্ষণকে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে।

সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

বিশেষ অতিথি ছিলেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান কাওসার আলম সোহেল।

সর্বশেষ খবর