রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

৩ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ
ঐতিহাসিক ৭ মার্চে পাবনায় তিনজন মুক্তিযোদ্ধার নামে তিনটি রাস্তার নামকরণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল বড় বাজারের দই বাজার মোড়ে মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু সড়কের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। পরে আটুয়া চাঁদা খাঁর বাঁশতলা মোড়ে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সড়কের এবং পাশেই দুদক অফিসের সামনের সড়ক মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা সংগ্রামী মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশার নামে নামকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, আলী মর্তুজা বিশ্বাস সনি, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ বিশিষ্টজনরা। -পাবনা প্রতিনিধি
ই-কমার্স মেলা
ই-কমার্স কার্যক্রমকে সম্প্রসারণের লক্ষ্যে যশোরে গতকাল অনুষ্ঠিত হলো দিনব্যাপী ই-কমার্স ডাক মেলা। বেলা ১১টায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে মেলা উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি অভিনেত্রী শমি কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। মেলায় বিভিন্ন খ্যাতনামা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ও ডাক বিভাগ ৪০টি স্টল দেয়।
-নিজস্ব প্রতিবেদক, যশোর
আটক হয়নি ডাকাত উদ্ধার হয়নি মাল
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুবের বাড়িতে ডাকাতির পর কেটে গেছে দুই বছর। দীর্ঘ সময়ে পুলিশ লুণ্ঠিত মালামাল জব্দ বা কোনো ডাকাত আটক করতে পারেনি। দুই বছর আগে ডাকাতরা পরিবারের লোকজনকে জিম্মিকরে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে। ‘পুলিশের নিষ্ক্রিতার’ জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বেনাপোলের সাংবাদিকরা।-বেনাপোল প্রতিনিধি
১১ শিবির নেতা কর্মী আটক
ঝিনাইদহে নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে ১১ শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তারা বেথুলী গ্রামের আফছার উদ্দিনের বাড়ির উঠানে গোপন বৈঠক করছিল। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪চারটি লোহার রড, দুটি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেনÑ মো. শাহাবুদ্দিন ওরফে সাদ্দাম, সোহাগ হোসেন, আল আমিন হোসেন, বিল্লাল হোসেন, আহসান হাবীব, ইব্রাহিম হোসেন, এনামুল ইসলাম ওরফে ইমন, মো. হাবিবুল্লাহ, নাজমুস সালেহীন, হোসাইন ওয়াইস কুরানী ও মো. বায়েজীদ বোস্তামী। -ঝিনাইদহ প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজ হাজরা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার মদনপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহত সিরাজ হাজরা ছোট দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাজরার ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে সিরাজ হানিফ হাজরার পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি।
-গোপালগঞ্জ প্রতিনিধি
শ্রমিক কর্মচারি সমাবেশ
‘সমান কাজে সমান মজুরি, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বরিশালে শ্রমিক-কর্মচারী সমাবেশ হয়েছে। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল নগরীর সদর রোডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোসনা বেগম। বক্তব্য রাখেন অ্যাড. একে আজাদ, জাহাঙ্গীর কবির মুকুল, আক্তার রহমান সবুর। বক্তারা সব ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
-নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফেনী সোসাইটির আত্মপ্রকাশ
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেনী সোসাইটি’। শুক্রবার  শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্ট সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল সবুজ, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন ও সমিতির সদস্যরা।
-নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর