রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্যানেল মেয়র নিখোঁজরহস্য ৭ বছরেও উন্মোচিত হয়নি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও ছাত্রলীগ নেতা তুহিন নিখোঁজের সাত বছর অতিবাহিত হয়েছে গতকাল। দীর্ঘ সময়ে উদ্ঘাটন হয়নি তুহিন নিখোঁজ রহস্য। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন কেউ জানে না। তদন্ত কর্মকর্তাও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। তুহিনের পরিবার এখনো আছে তার ফেরার অপেক্ষায়। তুহিন নিখোঁজের পর বিভিন্ন মোবাইল থেকে ফোন দিয়ে একটি চক্র ‘তুহিন তাদের কাছে আছে’ এই ফাঁদ পেতে তার স্ত্রীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তুহিনকে-তো ফিরে পায়নি, উপরন্তু ধার-দেনা করে ঋণের চাপে এখন দিশাহারা তিনি। ছেলে হারানোর বেদনা নিয়ে তুহিনের বাবা ২০১৫ সালের ২৭ এপ্রিল রাতে মারা যান। তুহিনের মা দীর্ঘদিন শয্যাশায়ী। স্ত্রী সালমা আলম বলেন, ‘সাত বছরেও স্বামীর সন্ধান কেউ দিতে পারেনি। জীবিত হোক বা মৃত, আমি তুহিনকে চাই।’ বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি ছিলেন তারিকুল আলম তুহিন। ২০১৩ সালের ৭ মার্চ ঢাকার শেরে বাংলানগরে ন্যাম ভবনের একটি বাসা থেকে নীচে নামার পর নিখোঁজ হন তিনি।

তুহিন নিখোঁজের পর বেনাপোল ও শার্শা উপজেলায় হরতাল, অবরোধ, মানববন্ধনসহ মিছিল-মিটিং হয়েছে। সংবাদ সম্মেলনও করে আওয়ামী লীগ, তার পরিবার ও পৌর কাউন্সিলররা। তুহিনের নিখোঁজের পাঁচ দিন পর তার চাচাতো ভাই সুমন ঢাকার শেরে বাংলানগর থানায় জিডি করেন। ঘটনার সাত মাস পর মামলা তদন্তের দায়িত্ব পায় ঢাকা গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর