সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

শত বছর পর মুজিববর্ষে আলো জ্বলবে চর সোনারামপুরে

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পৌঁছবে ১১ কেভি লাইন

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

শত বছর পর মুজিববর্ষে আলো জ্বলবে চর সোনারামপুরে

আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর গ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর থেকে আধ কিলোমিটার দূরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরের নাম চর সোনারামপুর। শত বছর ধরে মৎস্যজীবী কিছু পরিবার আবাস গড়েছে এ চরে। বর্তমানে এখানে প্রায় চার হাজার লোকের বাস। চরটির পূর্বপাশে ব্রাহ্মণবাড়িয়ার বন্দর ও শিল্প এলাকা আশুগঞ্জ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মেঘনার দুই পাড়ে জ্বলে ওঠে হাজারো বাতি। অথচ যুগের পর যুগ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত সোনারামপুরসী। মুজিববর্ষে এ চরের বাসিন্দারা পাচ্ছেন বিদ্যুতের আলো। এরই মধ্যে বসেছে খুঁটি। বিদ্যুৎ আসবে এর আয়োজন দেখে খুশিতে আত্মহারা চরের লোকজন। জানা যায়, প্রায় ২০০ বছর আগে মেঘনার বুকে জেগে ওঠে এ চর। আশুগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আওতায় হওয়ায় নামকরণ হয় চর সোনারামপুর। চরের অধিকাংশ মানুষের পেশা মাছ ধরা। নিজ উপজেলায় দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। চারদিকে হাজারও বাতির আলোর ঝলকানি। তাদের ছোট্ট দ্বীপটিও বিদ্যুতের আলোয় আলোকিত হবে এমন স্বপ্ন চরের লোকজনের বহুদিনের। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণায় চরবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। ভৌগলিক কারণে চরটিতে বিদ্যুতায়ন কঠিন। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেখানে পৌঁছবে ১১ কেভি লাইন। প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে ওই চরে। বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্র জানায়, ১৩টি উপজেলায় বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প হাতে নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে খরচ হবে এক হাজার ৪৫৫ কোটি ৯৫ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় রয়েছে কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম, লাকসাম, বুড়িচং, ব্রাক্ষণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, চাঁদপুর সদর, নোয়াখালীর মাইজদি, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, ফেনী সদর এবং লক্ষীপুর সদর উপজেলা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ) আশুগঞ্জের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক জানান, সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নদীর নিচ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে চরটিতে। নদীর পাড়ে টাওয়ার স্থাপন করে সাব-স্টেশন থেকে তার টানা হচ্ছে। চরে বসানো হচ্ছে খুঁটি। আশুগঞ্জের ইউএনও নাজিমুল হায়দার বলেন, দীর্ঘদিন বিদ্যুৎ সেবাবঞ্চিত চর সোনারামপুরের লোকজন। মুজিববর্ষ উপলক্ষে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশুগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে।

সর্বশেষ খবর