শিরোনাম
সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ১৩

কুড়িগ্রাম প্রতিনিধি

একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় কুড়িগ্রামের হাতিয়া গণহত্যায় জড়িত থাকার অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রপক্ষের করা মামলায় মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তদন্তে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে কুড়িগ্রামে উলিপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন ও রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। আটকরা হলেন- মফিজল হক, সাইদুর রহমান, শাহজাহান আলী, আবদুল কাদের, আবদুর রহিম, ইসাহাক আলী, ইসমাইল হোসেন, আকবর আলী, ওসমান আলী, সোলায়মান আলী, নুরুল ইসলাম, আবদুর রহমান ও মকবুল হোসেন। কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর পরিপ্রেক্ষিতে গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর উলিপুর উপজেলার দাগারকুটি গ্রামে মুক্তিযোদ্ধাসহ ৬৯৭ জন মানুষকে রাজাকারদের সহায়তায় হত্যা করে পাকবাহিনী।

সর্বশেষ খবর