শিরোনাম
সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ছাত্রাবাস দখলমুক্ত করার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে গতকাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১৯৭২ ব্যাচের ছাত্র মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের নেতৃত্বে প্রাক্তন ও বর্তমান ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ছাত্রাবাসটি দুই বছরের চুক্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষের কাছে ভাড়া দেয়। তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ (মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত) বিয়াম ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, খুব শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে বসে কথা বলে উ™ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর