সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ধারণক্ষমতার চারগুণ বন্দী হিমশিম কর্তৃপক্ষ

কারাগারের বারান্দায় গ্রিল লাগিয়ে রাখা হচ্ছে বন্দী

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

ধারণক্ষমতার চারগুণ বন্দী হিমশিম কর্তৃপক্ষ

কুড়িগ্রাম জেলা কারাগার -বাংলাদেশ প্রতিদিন

ধারণক্ষমতার প্রায় চারগুণেরও বেশি বন্দী নিয়ে হিমশিম খাচ্ছে কুড়িগ্রাম জেলা কারা কর্তৃপক্ষ। অতিরিক্ত চাপ সামাল দিতে কারাগারের বারান্দায় লোহার গ্রিল লাগিয়ে বন্দী রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে অনেক বন্দীকেই সুযোগ-সুবিধা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। সরেজমিন কুড়িগ্রাম কারাগার ঘুরে জানা যায়, এখানে চারটি পুরুষ ও দুটি মহিলা ওয়ার্ডে মোট বন্দী ধারণক্ষমতা ১৬৩ জন। এর মধ্যে পুরুষ বন্দী ধারণক্ষমতা ১৪৫ এবং নারী ১৮ জন। গত এক মাস ধরে বন্দীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় কারাগারের স্বাভাবিক ধারণক্ষমতার তিনগুণে দাঁড়িয়েছে। গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারাগারে ৭ শতাধিক বন্দী ছিল। জানা যায়, মোট বন্দীর মধ্যে শতাধিক সাজাপ্রাপ্ত। অনেকে মাদক মামলার আসামি হয়ে কারাগারে থাকায় এ সংখ্যা বেড়েই চলছে। আবার অনেকে বিচারাধীন বন্দী হিসেবে আটক রয়েছেন। বিচারাধীনদের মধ্যে মাদক সংক্রান্ত মামলার আসামি তিন শতাধিক। কয়েকজন কারারক্ষী জানান, অতিরিক্ত বন্দীর চাপে কারাগারের অভ্যন্তরের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে। বন্দীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। জেলা কারাগারের জেলার লুৎফর রহমান জানান, কুড়িগ্রাম কারাগারে সবসময় ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকে। এখন আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকার কারণে সমস্যা কম মনে হয়। গরমের সময় আসামিদের নিয়ে আমাদের বিপাকে পড়তে হয়। বর্তমানে অতিরিক্ত বন্দীর চাপে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি জানান, কারাগারের অবকাঠামোগত এবং স্টাফদের থাকার সমস্যা প্রকট হয়েছে। ধারণক্ষমতা বাড়ানোর প্রস্তাবসহ অন্য অসুবিধার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে লিখিতভাবে পাঠিয়েছি। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

সর্বশেষ খবর