সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভবনের সাটারিং পাইপ পড়ে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভবনের সাটারিং পাইপ পড়ে আহত ৩

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অভ্যন্তরে ভবনের ছাদ নির্মাণের লোহার সাটারিংয়ের পাইপ পড়ে ৩ গ্রাহক আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় এ দুর্ঘটনার পর ব্যাংকের সব কার্যক্রম স্থবির হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর তা সচল হয়। ঘটনার পর নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সদর থানার ওসি জানান, দুর্ঘটনায় আহত বগুড়া শহরের নাটাইপাড়ার জীবন, রহমাননগরের আরমান আলী ও সাজ্জাদ আলী নয়নের চিকিৎসা চলছে। এদের মধ্যে সাজ্জাদ হোসেন নয়নের অবস্থা গুরুতর। বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখা সূত্রে জানা যায়, ছাদের কাজ চলাকালে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা বা অন্য কোথাও সরিয়ে না নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় নির্মাণ কাজ শুরু করা হয়। গতকাল সাটারিংয়ের পাইপ পড়ে এই দুর্ঘটনা ঘটে। বগুড়া শহরের বউবাজারের আবদুল আজিজ জানান, তিনি বেলা সাড়ে ১১টায় ব্যাংকে যান সঞ্চয়পত্র কিনবেন বলে। এর কিছুক্ষণ পর বিকট শব্দ শুনতে পান।

 তাকিয়ে দেখি তিনজন মাটিতে পড়ে আছে। লোকজন তাদের উদ্ধার করে। এ সময় গ্রাহকরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। ঘণ্টাদেড়েক পর আবার লেনদেন শুরু হয়। পরে বারান্দায় কাউন্টার থেকে কার্যক্রম চালানো হয়।

সর্বশেষ খবর