সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাঝপথে কাজ বন্ধ হওয়ার কারণ নেই

ডিএনডি প্রকল্প পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ডিএনডির পানি নিষ্কাশন ও উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষপর্যায়ে। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। টাকার জন্য মাঝপথে এসে কাজ বন্ধ হওয়ার কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের সঙ্গে ২০ লাখ মানুষ সম্পৃক্ত। প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘ সময়ে জলাবদ্ধতার হাত থেকে মানুষ রেহাই পাবে। আশা করা যাচ্ছে ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। ডিএনডির উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কাজ পরিদর্শন ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের পাম্প স্থাপন অনুষ্ঠানে এসে গতকাল তিনি এ কথা বলেন। এ সংসদ সদস্য শামীম ওসমান, সচিব কবির বিন আনোয়ার, কর্নেল মাশফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। শামীম ওসমান বলেন, ‘ডিএনডি প্রকল্পের কাজ শেষ করতে আরও ৭০০ কোটি টাকা প্রয়োজন। আমি আশা করছি প্রধানমন্ত্রী এ টাকার অনুমোদন দেবেন। নারায়ণগঞ্জের প্রতি জাতির জনকের কন্যা শেখ হাসিনার আলাদা একটা টান রয়েছে।’

সর্বশেষ খবর