মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাগেরহাটে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সংকট

করোনাভাইরাস আতঙ্ক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সংকট

দেশে করোনা রোগী শনাক্তের পর একদিনের মধ্যেই বাগেরহাট জেলায় সব ধরনের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে হ্যান্ডওয়াশের উপকরণেও। এ অবস্থায় মানুষকে মাস্ক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটাছুটি করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র রাহাতের মোড়ে মারহাবা ফার্মেসির মালিক আবু তালহা জানান, আমরা একটি সার্জিক্যাল মাস্ক ৫ টাকায় বিক্রি করে থাকি। গত দুই সপ্তাহ ধরে সার্জিক্যালসহ সব ধরনের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের সরবরাহ নেই। আমার ফার্মেসিতে যা ছিল তা আজ (সোমবার) সকালেই বিক্রি হয়ে গেছে। একই কথা বলেন সব ফার্মেসি মালিকরা। একই অবস্থা বাজারে থাকা ৩ ধরনের হ্যান্ড স্যানিটাইজারেও। বাজারে ৪৫, ৭৫ ও ১২০ টাকা মূল্যের হ্যান্ড স্যানিটাইজার এখন তিন, চারগুণ টাকা দিয়েও মিলছে না। ব্যবসায়ীরা বলছেন চাহিদা বেশি হলেও সরবরাহ না থাকায় এমন সংকট।  বাগেরহাটের বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনতে এসে না পেয়ে গৃহবধূ শাকিলা সুলতানা জানান, আমার পরিবারে চারজন সদস্য। মাস্ক খুঁজেও পাচ্ছি না। কতো টাকা হলে এই মাস্ক তিনি পেতে পারেন তা, জানতে চান দোকানিদের কাছে। আরেক গ্রাহক আব্দুল লতিফ জানান, ব্যবসায়ীরা অতি মুনাফা খোঁজে, জনগণের কথা চিন্তা করে না। ময়মনসিংহে মাস্ক বেশি দামে বিক্রি : ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে সার্জিক্যাল মাস্কের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন। এ সময় বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় নগরীর দূর্গাবাড়ি এলাকায় দুটি ফার্মিসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল দুপুরে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এদিকে অতিরিক্তি দামে মাস্ক বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীর বিভিন্ন দোকানে  গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় নির্দিষ্ট দামের বাইরে মাস্ক বিক্রি করায় চার দোকানিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদফতর সূত্রে জানায়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দিলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর