মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

সেচ দেওয়া নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সংঘর্ষে মনির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মনির চান্দিনা উপজেলার ছোট কলাগাঁও গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে বাশার ও রাকিব নামে দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গত ৫ মার্চ মনির হোসেন তার সবজি খেতে পানি সেচের সময় বড় কলাগাঁও গ্রামের হাসিব, শাহজালাল ও আরাফাতের সঙ্গে বাকবিতন্ডা হয়। এর জেরে ওই দিন সন্ধ্যায় বড় কলাগাঁওয়ের ১৫/২০ জন যুবক ছোট কলাগাঁও এসে মনিরদের বাড়িতে হামলা চালায়। এ সময় দায়ের কোপে আহত হন মনির। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেলে এবং অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোমনায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃপারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। পুলিশ উভয় গ্রুপের তিনজনকে গ্রেফতার করে গতকাল আদালতে পাঠিয়েছে। সূত্র জানায়, উপজেলার আসাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম এবং বশির মিয়ার মধ্যে বিরোধ চলছে। এর জেরে দুই পক্ষে সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর