মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এসআই নিহত

প্রতিদিন ডেস্ক

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের এসআই নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন। এছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও চারজনের। রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- চুয়াডাঙ্গা : দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিল্টন সরকার নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা মডেল থানায় কর্মরত ছিলেন। রবিবার রাত ৯টার দিকে দামুড়হুদার ওদুদ শাহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে মিল্টন দামুড়হুদা থেকে দর্শনা যাওয়ার পথে এ ট্রাক ধাক্কা দেয়। জামালপুর : জামালপুরে ট্রাক-কাভার্টভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়ার (৩০) বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। নোয়াখালী : সেনবাগ উপজেলায় গতকাল সকালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। নিহত আবু বকর সিদ্দিক নাঈম সেনবাগের বালিয়াকান্দি গ্রামের নূরনবী মানিকের ছেলে এবং দাগনভূঞা উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার সহপাঠী আহত হন। কুমিল্লা : চান্দিনায় গতকাল কাভার্ডভ্যান চাপায় বারেক সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বারেক সরকার পাশের দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের পানা উল্লাহর ছেলে। দিনাজপুর : রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। দিনাজপুর শহরের মাতাসাগর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান (৫৫) সদর উপজেলার নাসির উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর