মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা
হিলি রেলস্টেশন

দুই বছর বন্ধ থাকার পর কার্যক্রম চালু

দিনাজপুর প্রতিনিধি

দুই বছর বন্ধ থাকার পর মুজিববর্ষের উপহার হিসেবে দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। ২০১৮ সালের ৮ জানুয়ারি লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল স্টেশনের পুনরায় কার্যক্রম চালুর উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের জিএম মিহির কান্তি গুহ। উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকার রেলবান্ধব। হিলি স্থলবন্দরের গুরুত্ব বিবেচনা করে দীর্ঘদিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু করা হলো।

এতে স্থলবন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসানউল্লাহ ভূইয়া, বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর