বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

দুই শিক্ষার্থীসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

দুই শিক্ষার্থীসহ নিহত ৭

ছয় জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী রয়েছে। প্রতিনিধিদের খবর- সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দে গতকাল ভোরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের হাসিনুর রহমান ও মিরাজ উদ্দিন। রাজশাহী : মহানগরের বালুঘাটে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নগরীর তালাইমারীর বালুঘাটে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মাইনুল (৪০)।  নীলফামারী : জেলার পঞ্চপুকুর এলাকায় গতকাল অটোরিকশাচাপায় সিফাত হোসেন (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সিফাত উত্তরাশশী নদীর পাড় এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে গতকাল দুপুরে মারা গেছে মিলন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র। মিলন পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষ্মীয়া এলাকার গোলাপ মিয়ার ছেলে ও নবম শ্রেণির ছাত্র ছিল। মাগুরা : মাগুরা-যশোর রোডের ভাবনহাটি এলাকায় গতকাল বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত বিশ্বাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শান্ত শালিখার দিঘল গ্রামের বিদ্যুৎ বিশ্বাসের ছেলে। এ ছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় দুপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম হাওলাদার (২২) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর