বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

পর্যটন সম্ভাবনা চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’

চাঁদপুর প্রতিনিধি

পর্যটন সম্ভাবনা চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’

চাঁদপুরের বালুর চরে ঘুরতে আসা দর্শনার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

পর্যটনের অপার সম্ভাবনাময় চাঁদপুরের বালুর চর। দর্শনার্থীরা এর নাম দিয়েছে ‘মিনি কক্সবাজার’। দিন দিন বাড়ছে পর্যটক সংখ্যা। স্থানীয় প্রশাসন বলছে, এই স্পট নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। স্থানীয় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লেনিন ও সাবেক শিক্ষক আবু তাহের বলেন, জেলা শহরের মোলহেড থেকে ১০ মিনিটের নৌপথ বালুর চর। এখানে পৌঁছাতে পৌঁছাতে দেখা যাবে লঞ্চ, মালবোঝাই জাহাজ আর জেলেদের ইলিশ শিকার। অনেক বছর আগে চরটি জেগে উঠলেও গত বছর থেকে ভ্রমণ পিপাসুদের মনে এটি ‘মিনি কক্সবাজার’ হিসেবে স্থান করে নিয়েছে। এখানে মিলবে সমুদ্র সৈকতের মতই অনুভূতি। ভ্রমণপিপাসু শেখ মহিউদ্দিন রাসেল ও জসিমউদ্দিন বলেন, সম্ভাবনার সঙ্গে এখানে সমস্যা রয়েছে। বসার মতো স্থান নেই, খাবার দোকান নেই, টয়লেট নেই, নেই পোশাক পরিবর্তন করার ব্যবস্থা। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরকে পর্যটনের জন্য ঢেলে সাজানো হচ্ছে। ধীরে ধীরে তা বাস্তবায়ন করা হবে। চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিম পাড় ‘মিনি কক্সবাজার’-যার সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত দর্শনার্থীরা ভির করছেন। ইউএনও বলেন, পর্যটকদের কাছ থেকে জানতে পেরেছি লঞ্চ বা নৌকা থেকে চরে ওঠা-নামায় সমস্যা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘাটের ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং পর্যটকদের নিরাপত্তাসহ সেনিটেশনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর