বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভাসমান সেতু

বোয়ালমারী প্রতিনিধি

ভাসমান সেতু

আলফাডাঙ্গায় এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন ভাসমান সেতু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরাঞ্চলে বসবাসরত ছয় গ্রামের প্রায় ১২ হাজার মানুষ ঝড়বৃষ্টি উপেক্ষা করে মধুমতি নদীর বাঁওড়ের ওপর দিয়ে নৌকায় যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইচ্ছা থাকা সত্ত্বেও নদী পারাপারের বিড়ম্বনায় ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করতে পারেন না। কেউ অসুস্থ হলে নিতে পারেন না জরুরি চিকিৎসা। পরিবহনের অভাবে কৃষক পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত রয়েছেন। অনেক পণ্য নষ্ট হচ্ছে। স্থানীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন দফতরে আবেদন করে সাড়া মেলেনি। সবশেষে নিজেদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন গ্রামবাসী। টিটা মধুমতি নদীর বাঁওড়ের ওপর নিজেদের অর্থায়নে করা হচ্ছে একটি ভাসমান সেতু। নির্মাণাধীন এই ভাসমান সেতুর দৈর্ঘ্য প্রায় ৯০০ ফুট, প্রস্থ ১২ ফুট। ২৫০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮৫২টি ড্রাম এবং ৬০ টন স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে এ সেতু। সেতুটি দিয়ে তিন টন ধারণক্ষমতার ছোট আকারের যান চলাচল করতে পারবে। নির্মাণ কাজ শুরু হয়েছে গত মাসে। চলতি মার্চ মাসের শেষদিকে সেতু তৈরির কাজ সম্পন্ন হবে। এলাকার মানুষের কাছে এটা স্বপ্নের সেতু। সেতুটি চালু হলে এলাকাবাসীর জীবনযাত্রায় উন্নয়নের ছোঁয়া লাগবে বলে আশা তাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর