বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

সড়কে গেল ৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

নীলফামারী, পটুয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম ও নাটোরে সড়কে প্রাণ গেছে আটজনের। গত ২৪ ঘণ্টায় এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নীলফামারী : ডোমার-দেবীগঞ্জ সড়কে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতারা হলেন- রুনা বেগম (৩৫) ও সকিনা খাতুন (৫০)। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের লালার খামার এলাকায়। পটুয়াখালী : মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নুরুল ইসলাম (৬০) ও কুট্টি তালুকদার (৪২)। চট্টগ্রাম : সীতাকু- উপজেলার বাড়বকু- এলাকায় গতকাল সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় ইলিয়াস মিয়া (২২) নামে এক বাসচালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইলিয়াস নোয়াখালীর কোম্পানিগঞ্জে আবু নাছেরের ছেলে। রাজশাহী : বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার রহমান কোল্ড স্টোরেজ এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৩৫)। তার বাড়ি পবার মধুসূদনপুর গ্রামে। নাটোর : বাগাতিপাড়ায় দুধ বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষে আসলাম আলী আকাই (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার একডালা বাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম : নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার খামার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় হেলপার নিহত হয়েছে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জয়নাল আবেদিন (৩৫)। তিনি কচাকাটা ইউনিয়নের শমসের আলীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর