বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে সিভিল সার্জনের চিঠি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শাহ আলম। ৯ মার্চ পাঠানো ওই চিঠিতে হাসপাতালটির অন্তঃবিভাগ, আইসিইউ, এনআইসিইউসহ সব বিভাগে বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক, এমনকি সেবিকা পর্যন্ত নেই বলে উল্লেখ করা হয়। তাছাড়া প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা এমবিবিএস’র পর অবৈধভাবে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করছেন। ফলে হাসপাতালটিতে বার বার দুর্ঘটনা ঘটছে। উদাহরণ হিসেবে পাপিয়া নামে এক নারীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়া এবং স্কুল শিক্ষিকা নওশীন আহম্মেদ দিয়ার মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়। বলা হয় হাসপাতালটির এ ধরনের চিকিৎসা কার্যক্রমে জেলার স্বাস্থ্য প্রশাসনকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

সর্বশেষ খবর