বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ড্রেনের মাটি কেটে বিক্রি হুমকিতে নবনির্মিত সড়ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ড্রেনের মাটি কেটে বিক্রি হুমকিতে নবনির্মিত সড়ক

ড্রেন থেকে গভীর করে কাটা হচ্ছে মাটি -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে সোনাতলামুখী আরসিসি সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই হুমকির মধ্যে পড়েছে। ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের এক পাশের ড্রেন থেকে কয়েক ফুট গর্ত করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ড্রেনের ভিতর থেকে মাটি কাটার কারণে রাস্তাটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, জেলা সদর থেকে সরাসরি সোনাতলা উপজেলায় যেতে শিবগঞ্জের মোকামতলা বন্দর হয়ে যেতে হয়। বন্দরের মুখে প্রায় ৫০০ মিটার সড়কের ওপর সব সময় পানি জমে থাকত। জলাবদ্ধতার কারণে এই সড়কে যানজট ছিল নিত্যসঙ্গী। সড়কের জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দে শুরু হয় নতুনভাবে নির্মাণ কাজ। ২০১৯ সালের নভেম্বরে কাজ শুরু হয়ে ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ হয়। সড়কটি চালুর পর কে বা কারা পাশের ড্রেন থেকে ৮-৯ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে এস্কেভেটর দিয়ে মাটি তুলে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে আরসিসি ঢালাই রাস্তাটি ধসের যেমন ঝুঁকিতে রয়েছে তেমনি স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন ঝামেলায়। ড্রেনটি গভীর হওয়ার কারণে কাঠের সাঁকো তৈরি করে তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দুই পাশের বাসিন্দাদের। মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেসার রহমান জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক জেলা সদরের সঙ্গে সোনাতলা উপজেলার চলাচল সহজ করেছে। তিনি বলেন, ‘নতুন নির্মিত সড়কের পাশ থেকে মাটি কাটা হয়নি। বরং জমে থাকা পানি নামার জন্য ড্রেন করে দিয়েছে।’ বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, এভাবে মাটি কাটতে থাকলে আসছে বর্ষা মৌসুমে সড়কের নিচ থেকে মাটি ধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে। তখন স্থানীয়রা আবার দুর্ভোগে পড়বেন।

সর্বশেষ খবর