শিরোনাম
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্কুলের দেয়াল যেন পাঠ্যবই

দিনাজপুর প্রতিনিধি

স্কুলের দেয়াল যেন পাঠ্যবই

ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। শ্রেণিকক্ষের দেয়াল যেন পাঠ্যবই। বইয়ের সব পড়া আছে দেয়ালে। অন্যদিকে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া, সাবান দিয়ে হাত ধোয়া, জুতাপায়ে টয়লেট যাওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক ভিডিও দেখানো হচ্ছে। বলা হচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। ব্যতিক্রমী এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। বিদ্যালয়টির শ্রেণিকক্ষে রয়েছে, বাংলা ও ইংরেজি বর্ণ লেখা, নামতার ধারণা, বাংলা-ইংরেজি মাস, সপ্তাহের নাম, গণিতের সংখ্যা ও বিভিন্ন চিহ্ন, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর ছবি, সাত বীরশ্রেষ্ঠের ছবি, ফুল-ফল ও পশু-পাখির ছবি, বিভিন্ন ছড়া। মূল ভবনে আছে মণীষীদের বাণী ও সচেতনতামূলক বিভিন্ন লেখা। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সাজানো দেয়াল দেখে নতুন নতুন বিষয় শিখতে ও জানতে শিশুদের আগ্রহ বাড়ছে।

 ফলে শিশুরা বিদ্যালয়ে নিয়মিত আসছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোষ জানান, পাকেরহাট প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ এ পাঠদান পদ্ধতি সত্যিই প্রশংসনীয়।

সর্বশেষ খবর