বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানসহ আসামি ৩০

পাল্টাপাল্টি মামলা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা লাঞ্ছিতের জেরে বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এতে জাকি আমিন টেমস নামে এক সহকারী শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে রাণীনগর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এক মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ২৭ জন এবং অপর মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার চাকরির কাগজপত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানুুুর সঙ্গে বাকবিত-া হয়। এ সময় প্রধান শিক্ষকের স্বামী জাকারিয়া আমিন জেমস ওই শিক্ষিকার ওপর চড়াও হন। ঘটনাটি জানাজানি হলে শিক্ষিকার লোকজন সন্ধ্যায় প্রধান শিক্ষক মোরশেদা বানুুর বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করে। এতে প্রধান শিক্ষিকার দেবর সহকারী শিক্ষক জাকি আমিন টেমস আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই প্রধান শিক্ষিকা মোরশেদা বানুুর শাশুড়ি রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ ১২ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ জাকির হোসেনকে গ্রেফতার করেছে। অপরদিকে ওই রাতেই ভুক্তভোগী সহকারী শিক্ষিকা বাদী হয়ে প্রধান শিক্ষিকাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। রাণীনগর থানার ওসি জানান, দুটি অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর