শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

কিস্তির টাকা দিতে না পারায় মরধর

ঝিনাইদহ প্রতিনিধি

কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ঝিনাইদহে ঋণগ্রহীতার স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। ভুক্তভোগীরা জানান, সিও এনজিওর স্থানীয় গান্না বাজার শাখা থেকে থেকে ২০ হাজার টাকা ঋণ নেন পশ্চিম নারায়ণপুর গ্রামের আক্তারুলের স্ত্রী জেসমিন। আক্তারুল এক মাস টায়ফায়েড জ্বরে আক্রান্ত থাকায় কিস্তি দিতে পারেননি।

এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার এনজিও কর্মীরা বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে অসুস্থ আক্তারুল প্রতিবাদ করলে এনজিওর মাঠ কর্মীরা তাকে মারপিট করে চলে যায়।

আক্তারুল প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে তিন দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সিও এনজিওর নির্বাহী পরিচালক সামছুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। জানতে পারলে পরে আপনার সঙ্গে যোগযোগ করবো।

সর্বশেষ খবর