শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বালু উত্তোলনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বালু উত্তোলনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ধুনট উপজেলার পুকুরিয়া এবং কাজিপুরের ঢেকুরিয়া গ্রামে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের হুমকিতে রয়েছে। প্রকাশ্যে তীর সংরক্ষণ প্রকল্পের কাছে থেকে বালু উত্তোলন করা হলে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুল হক জানান, যমুনার তীর সংরক্ষণ প্রকল্পের কাছে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হলে বাঁধের ক্ষতি হতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ধুনটের ইউএনও রাজিয়া সুলতানা জানান, বিষয়টি খোঁজখবর করে দেখা হচ্ছে। জানা যায়, ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি-পুকুরিয়া গ্রামে যমুনার ভাঙন ঠেকাতে ২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করেছে পাউবো। গত ১০ দিন ধরে পুকুরিয়া গ্রামে নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পাইপের সাহায্যে কাজিপুর উপজেলার ঢেকুরিয়া বাজারে বিক্রির জন্য ফেলা হচ্ছে। সেখান থেকে প্রতি ট্রাক বালু ৮০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে ধুনট ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী দুটি স্থানে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। এতে বর্ষা মৌসুমে নদীভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সর্বশেষ খবর