শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

একাই আঁকলেন বঙ্গবন্ধুর শত ছবি

মেহেরপুর প্রতিনিধি

একাই আঁকলেন বঙ্গবন্ধুর শত ছবি

মেহেরপুরে জন্মশতবর্ষ উপলক্ষে একাই বঙ্গবন্ধুর ১০০ ছবি এঁকেছেন তারিন নামে এক যুবক। বঙ্গবন্ধুকে চিনতে ও জানতে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছবিগুলো বিতরণ করবেন তিনি। গত সপ্তাহে মুজিবনগর স্মৃতিসৌধ চত্বরে তার আঁকা শত ছবি নিয়ে প্রদর্শনের আয়োজন করা হয়। পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তারিনের উদ্যোগ প্রশংসিত হয়েছে। তারিন বঙ্গবন্ধুর এক হাজার ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছর এগুলো প্রদর্শন করবেন। তারিনের মতে শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক ও নান্দনিক বিকাশ ঘটানো ও তাদের দেশাত্মবোধ, বিজ্ঞানসম্মত সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে এবং বঙ্গবন্ধু কত বড় মাপের মানুষ তা জানাতেই তিনি ছবি আঁকার সিদ্ধান্ত নেন। মেহেরপুরের চারুশিল্পের তারিন একাধারে চিত্রকর, লেখক, কবি, আবৃত্তিকার ও শিক্ষার্থী। ইতিমধ্যে তারিন চিত্র শিল্পী হিসেবে এস এম সুলতান স্মৃতি পুরস্কার, চিত্রশিল্পী জয়নুল আবেদীন পুরস্কার, কামরুল হাসান স্মৃতি পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ খবর