শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকারি পুকুর ৪০ বছর পর উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই মৌজায় অবস্থিত ১০ একরের সরকারি পুকুরটি ৪০ বছর পর উদ্ধার হয়েছে। বুধবার বিকালে ইউএনও তমাল হোসেন পুকুরের সম্পত্তি দখলমুক্ত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার পুকুরের জমির আনুমানিক মূল্য দুই কোটি টাকা। দখলমুক্ত ১০ একর জমির প্রত্যেকটি পুকুরে লাল নিশান স্থাপন করা রয়েছে। ১৯৭৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত পুকুরটি লিজ দেওয়া হয়েছিল। এর পর থেকে সরকারিভাবে লিজ দেওয়া না হলেও দীর্ঘদিন ধরে এলাকার কিছু লোক রাজস্ব ফাঁকি দিয়ে পুকুরগুলোতে মাছ চাষ করত। সরকারি টেন্ডারের মাধ্যমে পুনরায় ওই পুকুরগুলো লিজ দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। তিনি জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের সরকারি খাস খতিয়ানভুক্ত সব জমি উদ্ধার করা হবে।

সর্বশেষ খবর