শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবহেলিত জনপদ ডাইয়া খোলা

চাঁদপুর প্রতিনিধি

অবহেলিত জনপদ ডাইয়া খোলা

পৌরসভা হওয়ার পর ২০ বছর ধরে উন্নয়নকাজ বন্ধ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। অবহেলিত এ জনপদের নাম ডাইয়া খোলা। এটি চাঁদপুরের ছেংগারচর পৌরসভার একটি গ্রাম। যদিও ছেংগারচর প্রথম শ্রেণির পৌরসভা। জানা যায়, বৃষ্টি এলে এ গ্রামের রাস্তাঘাট তলিয়ে যায়। ফসলি জমিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা হয়। বাড়িভাঙ্গা ঈদগাহ থেকে ডেঙ্গুর ভিটি কাঁচা সড়কটি  তৈরি হয় পৌরসভা হওয়ার আগেই। পৌরসভার সৃষ্টির পরও কাঁচা সড়কটির কোনো উন্নয়ন হয়নি। বর্ষার সময় কাঁচা সড়কে যান চলাচল দূরের কথা হাঁটারও উপায় থাকে না। বিশেষ করে কালিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, জীবগাঁও জে হক উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঁচগাছিয়া প্রাথমিক বিদ্যালয় ও বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ সড়কে যাতায়াত করে থাকে। বিশ্ববিদ্যালয় ছাত্র আযহারুল ইসলাম জানান, নির্বাচন এলে তাদের কদর বাড়ে। নির্বাচন গেলে কেউ খবর নেয় না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর