শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

চা বাগানে ফাগুয়া উৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

চা বাগানে ফাগুয়া উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব শতবর্য উপলক্ষে চা জনগোষ্ঠীর বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে এই উৎবের উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. এমএ শহীদ এমপি। দেশে চা জনগোষ্ঠীর ছোট বড় ৪৫টি জাতির মধ্যে ১৩টি জাতিগোষ্ঠী এই উৎসবে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। উরিষ্যারা পত্রসওরা, নৃত্যযোগী-যোগীয়ানী, হাঁড়ি নৃত্য, ভজনা, মঙ্গলা, পালা ও চড়াইয়া নৃত্য, ভূমিজরা ঝুমুর নৃত্য, মুন্ডারা লাঠি নৃত্য, সাঁত্ততালরা ডং ও নাগড়ে, ভোগপুরিরা গুরুভজন- হোলিগীত, মাহাতো কুর্মীরা লাঠি ও ঝুমুর নৃত্য, বাড়াইক ফাগুয়া, করম, দলীয় ঝুমুর নৃত্য সারদী, তেলেগুরা দলীয় লাটি ও ডাল নৃত্য ও দেশওয়ারীরা হোলিগীত ও বিরহ নৃত্য পরিবেশন করে। এ ছাড়া সিলেট থেকে আসা খাঁন টি এস্টেটের শ্রমিকরা করম নৃত্য পরিবেশন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর