শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

চসিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ , আহত ৭

প্রচারণাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় নগরীর বারিক বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। যে কাউন্সিলর দুজনের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়েন সেই কাউন্সিলররা হচ্ছেন ২৮ নং ওয়ার্ডের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। অপর কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল কাদের বর্তমান কাউন্সিলর। নানা বিতর্কের কারণে তিনি এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারণাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি বাবুল দাশ তনয়, মোগলটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ২৮ নম্বর মোগলটুলি ওয়ার্ড সভাপতি আবদুল গনি রিপন। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি পুলিশের কেউ। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর